প্রতিষ্ঠানে কম-বেশি দুর্নীতি হচ্ছে বলে মন্তব্য করেছেন দুদক কমিশনার
প্রকাশিত : ১৯:৫৫, ১৮ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৯:৫৫, ১৮ জানুয়ারি ২০১৭
সকরারের প্রতিটি সেবা প্রতিষ্ঠানে কম-বেশি দুর্নীতি হচ্ছে বলে মন্তব্য করেছেন দুদক কমিশনার ড. নাসির উদ্দিন আহমেদ।
নগরীর আগ্রাবাদে বিদ্যুৎ ভবনে পিডিবি-র কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন, দুর্নীতি করে কেউ রেহ্ধাসঢ়;য় পাবেনা। তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মনোয়ারা হাকিম আলীর সভাপতিত্বে এই সভায় পিডিবি কর্মকর্তরা উপস্থিত ছিলেন। এর আগে প্রশাসনের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন দুদক কমিশনার ড. নাসির উদ্দিন আহমেদ। জেলা প্রশাসক সামসুল আরেফিনের সভাপতিত্বে সভায় স্থানীয় উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন