ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

প্রতীতি দেবীর মৃত্যুতে ঘাতক দালাল নির্মূল কমিটি’র শ্রদ্ধা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৮, ১৩ জানুয়ারি ২০২০ | আপডেট: ১৪:৪৭, ১৩ জানুয়ারি ২০২০

প্রখ্যাত চলচ্চিত্রকার ঋত্বিক ঘটকের যমজ বোন প্রতীতি দেবী আর নেই। রোববার রাত ৮টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।

প্রতীতি দেবীর মৃত্যুতে তার বিদেহী আত্মার শান্তি কামনা করে শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করেছে ‘ ৭১- এর ঘাতক দালাল নির্মূল কমিটি’। প্রতীতি দেবী সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য।

সে সংসদ সদস্য অ্যারোমা দত্তের মা। বাংলাকে তৎকালীন পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে প্রথম দাবি উত্থাপনকারী ধীরেন্দ্রনাথ দত্তের পুত্রবধু তিনি। তার বাবা সুরেশ ঘটক তৎকালীন ঢাকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন। তার স্বামী মৃত সঞ্জিব দত্ত ছিলেন প্রখ্যাত সাংবাদিক।

প্রতীতি দেবীর লেখা বইয়ের মধ্যে বেশ পরিচিত ‌‘ঋত্বিককে শেষ ভালোবাসা’।

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি