প্রথমবারের মত বাংলাদেশে এশিয়া প্যাসেফিক বাণিজ্য ফোরামের সম্মেলন
প্রকাশিত : ২০:৪৮, ২৬ জানুয়ারি ২০১৭ | আপডেট: ২০:৪৮, ২৬ জানুয়ারি ২০১৭
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন ও ব্যবসায়িক বিভিন্ন বিষয় নিয়ে প্রথমবারের মত বাংলাদেশে হতে যাচ্ছে এশিয়া প্যাসেফিক বাণিজ্য ফোরামের সম্মেলন।
মতিঝিলে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স ভবনে সংবাদ সম্মেলনে এ’তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স- বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান। ৮ ও ৯ ফেব্র“য়ারি অনুষ্ঠিতব্য সম্মেলনে ১৫টির বেশি দেশ অংশ নেবে। দারিদ্র দূরীকরণ, অভিজ্ঞতা বিনিময়, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের সাফল্য ছাড়াও বিভিন্ন বিষয় স্থান পাবে সম্মেলনে।
আরও পড়ুন