ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

প্রধান বিচারপতি নিয়োগ না হওয়া পর্যন্ত প্র্যাকটিস নয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৫, ৩১ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

প্রধান বিচারপতির পদটি ভারমুক্ত করার আগ পর্যন্ত আদালতে কোন ধরণের প্র্যাকটিস করবে না বলে ঘোষণা দিয়েছেন সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ড.শাহদীন মালিক। এসময় তিনি বলেন, যতদিন প্রধান বিচারপতি নিয়োগ হবে না ততদিন পর্যন্ত আদালতে প্র্যাকটিস করব না।

আজ বুধবার দুপুরে আইনজীবী সমিতি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মামলার দিন আইনজীবীদের প্রবেশে বাঁধা দেওয়া হয় বলেও তিনি অভিযোগ আনেন। এ সময় তিনি প্রশ্ন রেখে বলেন, সুপ্রিম কোর্টে পুলিশের অনুমতি নিয়ে কেন আইনজীবীরা প্রবেশ করবেন?

তিনি বলেন, একটি স্বাধীন দেশে আইনজীবীদের পুলিশের অনুমতি নিয়ে আদালতে প্রবেশ করতে হবে, এটা কখনো মেনে নেওয়া যায় না। শাহদীন মালিক আরও বলেন, ‘একটি দেশ প্রধান বিচারপতি ছাড়া দিনের পর দিন চলতে পারে না। যতদিন প্রধান বিচারপতি নিয়োগ দেয়া হবে না, আমি আদালতে আর প্র্যাকটিস করবো না। নৈতিক জায়গা থেকে এ সিদ্ধান্ত নিয়েছি।’ দীর্ঘদিন দেশের প্রধান বিচারপতির পদ শূন্য থাকায় বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা কমে যাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেন এ আইনজীবী।

টিআর/ এমজে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি