ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

প্রধানমন্ত্রীকে নিয়ে ভ্যান চালিয়ে একদিনেই পরিচিত ইমাম শেখ

প্রকাশিত : ১১:৫৯, ২৯ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১১:৫৯, ২৯ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রীকে নিয়ে ভ্যান চালিয়ে একদিনেই পরিচিত হয়ে উঠেছে গোপালগঞ্জের ভ্যান চালক ইমাম শেখ। শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভ্যানে চড়েই পরিবার নিয়ে বেড়িয়েছেন টুঙ্গিপাড়ায়। গণমাধ্যমে ছবিটি প্রকাশের পর থেকেই পুরো এলাকায় পরিচিত ইমাম। তিনি জানান, প্রধামন্ত্রীকে নিয়ে ভ্যান চালানো তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সপরিবারে ভ্যানে চড়ছেন, ছবিটি ফেইসবুকে আপলোড করা হয়েছে শুনেছিলো ভ্যানচালক ইমাম। কিন্তু শনিবার সকালে প্রায় সব পত্রিকার প্রথম বা শেষ পাতায় প্রধানমন্ত্রীর সাথে ছাপা নিজের ছবি দেখে চোখ ছানাবড়া তার। আনন্দে আত্মহারা ইমাম যেন নিজেকে সামলাতে পারছিলেননা। গেলো শুক্রবার বঙ্গবন্ধুর সমাধি কমপ্লেক্স এলাকার ১ নম্বর গেট থেকে প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের ভ্যানে করে তাদের বাসভবনে নিয়ে যায় ইমাম শেখ। ভ্যানে চড়ার সময় তার খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর কন্যা তার ভ্যানে চড়েছেন, এতেই মহাখুশি ইমাম। খুশি এলাকার মানুষও। টুঙ্গিপাড়ার পাটগাতী সরদারপাড়ায় বাড়ি ইমামেমর। বাবা-মা ও পাঁচ ভাইবোন নিয়ে ইমামের সংসার। পঞ্চম শ্রেনী পর্যন্ত পড়লেও সংসারের হাল ধরতে গিয়ে আর পড়া হয়নি তার। ভ্যান চালিয়েই সংসার চালান ইমাম।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি