ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

প্রস্তাবিত ১২৫ নাম থেকে ২০ জনের তালিকা করেছে সার্চ কমিটি

প্রকাশিত : ১৯:২৩, ৩১ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৯:২৩, ৩১ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

এদিকে নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর প্রস্তাবিত ১২৫ নাম থেকে ২০ জনের তালিকা করেছে সার্চ কমিটি। বুধবার বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে কমিটির বৈঠকে এ তালিকা করা হয়। পরে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের আলোচনার বিষয়বস্তু অবহিত করেন। তিনি জানান, ২৫টি রাজনৈতিক দলের কাছ থেকে ১২৫ টি নাম এসেছে । সেখান থেকে যে তালিকা করা হয়েছে, তা আরো বিশ্লেষন করে ৮ ফেব্র“য়ারির মধ্যে রাষ্ট্রপতির কাছে সুপারিশ দেবে সার্চ কমিটি। নির্বাচন কমিশনে যাদের নিয়োগ দেয়া হবে, তাদের সততা ও যোগ্যতাকে প্রাধান্য দেয়া  হচ্ছে বলেও জানান তিনি। বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন নেতৃত্বাধীন সার্চ কমিটি গেল শনিবার ৩১ রাজনৈতিক দলের কাছে পাঁচজনের নাম আহবান করে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি