ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

প্রাণের ঝুঁকি নিয়েও এখানে চা খায় মানুষ [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৪, ২০ নভেম্বর ২০১৮

আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে হদিস মিলছে এমন এক দোকানের, যেখানে চা খেতে গেলে আপনাকে উঠতে হবে সমুদ্রপৃষ্ঠ থেকে ৭ হাজার ফুট উপরে! শুধু তাই নয়, সেই পথও অত্যন্ত ভয়ঙ্কর।

চীনের প্রধান পাঁচটি পর্বতের অন্যতম মাউন্ট হুয়া। সেখানেই পাওয়া যায় এই চা। একটু পথের বর্ণনা দেওয়া যাক। মাউন্ট হুয়াতে একাধিক তাও ধর্মের মন্দির রয়েছে। তারই অন্যতম একটি মন্দির অবস্থিত একেবারে দক্ষিণের চূড়াতে। সেই প্রাচীন স্থানেই টি-হাউসটি। সেখানে যেতে হলে শিয়ান থেকে হুয়াশানে ২ ঘণ্টা ট্রেক করে যেতে হবে। এটাই সফরের সব চেয়ে সহজ অংশ। এর পরেই শুরু আসল খেলা।

পাহাড়ের চূড়ায় ওঠার পথ অত্যন্ত সংকীর্ণ ও বিপজ্জনক। কাঠের মচমচে পথের ধারে কোনও রেলিং বা কিছু নেই। উঠতে গিয়ে প্রতি পদে ভয়। একটু পা ফসকালেই... সব শেষ।

এখানেই শেষ নয়। একেবারে শেষে এসে কাঠের পথের ওই অংশটুকু চেন ধরে ঝুলে যেতে হবে। মনে হতেই পারে, কী এমন চা? প্রতিবেদনের দাবি, অত্যন্ত সুস্বাদু। সবচেয়ে মজার হল, এই চা বানানো হয় বরফের কুচি, বৃষ্টির পানি ইত্যাদি মিশিয়ে। আগে এক বিচিত্র নিয়ম ছিল। পানিও নিজেকেই নিয়ে যেতে হতো।

ভাবছেন নিশ্চয়ই, এমন পাগলামির কী অর্থ হতে পারে? একবার চেষ্টা করে দেখবেন নাকি? আপাতত ভিডিও দেখে নিন:

সূত্র: এবেলা

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি