ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

প্রায় আরেকটি বাংলাদেশের আয়তনের সমুদ্র জয় করেছে বাংলাদেশ

প্রকাশিত : ১২:৩৫, ২৬ অক্টোবর ২০১৬ | আপডেট: ১২:৩৫, ২৬ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

প্রায় আরেকটি বাংলাদেশের আয়তনের সমুদ্র জয় করেছে বাংলাদেশ। কিন্তু এই বিপুল জলরাশিতে কি পরিমান সম্পদ আছে তার গবেষণা করবে কে? কোন বিনিয়োগকারী এই সম্পদগুলোকে বাজারিকরণ করে সুদৃঢ় করবে জাতীয় অর্থনীতিকে। ’ব্লু-ইকোনমি’ খ্যাত সমুদ্র সম্পদ খাতে সেই কাঙ্খিত দক্ষ জনবল গড়তে এখনো নানা সীমাবদ্ধতা শিক্ষা ব্যবস্থা আর শিক্ষা উপকরনে। সাগরের নীল জলরাশির উথাল পাথাল ঢেউ যেন সমৃদ্ধির খনি। সেই নীলের ১ লক্ষ ১৮ হাজার বর্গকিলোমিটার এখন বাংলাদেশের; যার গহীনে লুকিয়ে আছে অগণতি প্রাণিজ ও খনিজ সম্পদ। আর এই সম্পদগুলোকে কাজে লাগিয়ে গড়ে তোলা যায় ’ব্লু ইকোনমি’; আধুনিক বিশ্বের অনেক দেশই যার কল্যাণে প্রতিনিয়ত নিজেদের সমৃদ্ধ করে তুলছে। নতুন করে পাওয়া এই সম্পদ গবেষণায় দেশে জনবলের ঘাটতি প্রকট। ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ হাতে গোনা কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানও হিমশিম খাচ্ছে সীমাবদ্ধ প্রযুক্তিতে, এমন অভিযোগ এই সমুদ্র বিজ্ঞান বিশেষজ্ঞের। প্রযুক্তির পাশাপাশি চাই সমুদ্রের কাছাকাছি গবেষণা ইনস্টিটিউট, এমন দাবীও শিক্ষা সংশ্লিষ্টদের। অচিরেই কক্সবাজারে সমুদ্র গবেষণা ইনস্টিটিউট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী এমনটাও জানান পররাষ্ট্র সচিব। আর গবেষণা জাহাজ না কেনা পর্যন্ত সরকারের পাশাপাশি নৌ বাহিনীও সহায়তা করবে শিক্ষার্থীদের এমন আশ্বাসও দেন তিনি । ব্লু-ইকোনমি প্রতিষ্ঠায় দক্ষ জনবলের কোনোই বিকল্প নেই, তাই সরকারের পাশাপাশি বেসরকারি মহলকেও এগিয়ে আসার আহবান জানান তিনি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি