ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

প্রেমের টানে প্রাসাদ ছাড়ার ঘোষণা জাপানের রাজকুমারীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৮, ৪ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ০৯:১৬, ১৬ সেপ্টেম্বর ২০১৭

প্রেমের টানে প্রাসাদ ছাড়ার ঘোষনা দিলেন জাপানের রাজকুমারী মাকো। জাপানের সম্রাট আকিহিতোর অনুমতি পেয়ে গত রোববার প্রেমিককে বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দেন  মাকো ।


মাকো জাপানে বর্তমান সম্রাট আকিহিতোর ছোট ছেলে রাজকুমার আকসিনো নামে পরিচিত ফুমিহিতোর বড় সন্তান। মাকো আগেই সিদ্ধান্ত নিয়েছিলেন সাধারণ পরিবারের সন্তান বন্ধু-প্রেমিক কেই কোমুরোকেই বিয়ে করবেন।  এই ঘোষনার মাধ্যমে রাজকুমারীর বিয়ে নিয়ে চলা দীর্ঘদিনের বিতর্কের অবসান ঘটলো । সেইসঙ্গে তিন রাজকীয় ক্ষমতা ও সুবিধাদি হারাতে চললেন । জাপানিদের মতকে প্রাধান্য দিয়ে সংবিধান পরিবর্তন হলে হয়তো মাকোই হতেন জাপানের সিংহাসনের পরবর্তী উত্তরাধিকার ও দেশের প্রথম নারী সম্রাজ্ঞী।


জাপানের রাজপ্রথা অনুযায়ী রাজপরিবারের কোন নারী সদস্য সাধারণ নাগরিককে বিয়ে করলে উত্তরাধিকার ও রাজপরিবারের সুবিধা হারাবেন । তবে রাজপরিবারের পুরুষ সদস্যদের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য নয়।


মাকোর স্বামী হতে যাওয়া ২৫ বছরের কেই কোমুরো জাপানের একটি আইন প্রতিষ্ঠানে কাজ করেন । ৫ বছর আগে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তাদের পরিচয় হয়। পরবর্তিতে তা গড়ায় মন দেওয়া নেওয়ায় । মাকো সাধারণ নাগরিককে বিয়ে করার সিদ্ধান্তের মাধ্যমে রাজপরিবারকে সংকুচিত করে দিলেন কিনা সে প্রশ্ন উঠেছে। সূত্র: দ্য গার্ডিয়ান।








Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি