ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

প্লেস্টেশন ২ এর মেরামত সেবা বন্ধ করবে সনি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৭, ৪ সেপ্টেম্বর ২০১৮

প্লেস্টেশন ২ (টু) এর জন্য মেরামত সেবা বন্ধ করার ঘোষণা দিয়েছে সনি। প্রায় ১৮ বছর আগে ডিভাইসটির বাজারে ছাড়ার পর এমন ঘোষণা দিলো প্লেস্টেশন ২ এর নির্মাণকারী প্রতিষ্ঠান সনি।

২০০০ সালে জাপানের বাজারে প্রথমবার এই গেমিং কলসোলটি উন্মোচন করেছিল সনি। বাজারে আসার পর দ্রুত বেশ জনপ্রিয় হয়ে ওঠে ডিভাইসটি। ২০০৬ সালে এর তৃতীয় সংস্করণ প্লেস্টেশন ৩ বাজারে আসলেও এখন পর্যন্ত সর্বাধিক বিক্রিত গেমিং কনসোল প্লেস্টেশন ২। বিশ্ব বাজারে এখন পর্যন্ত প্রায় দেড়শ কোটি পিএসটু বিক্রি হয়েছে বলে দাবি সনির।

এর আগে ২০১২ সালে প্লেস্টেশন ২ এর নির্মাণ সমাপ্তি ঘোষণা করেছিলো সনি। তবে এরপরেও এটির মেরামত এবং মেরামত সংক্রান্ত খুচরা যন্ত্রপাতি বাজারজাত করতো প্রতিষ্ঠানটি। তবে এবার সেটিও বন্ধ করা হলো। এরফলে প্লেস্টেশন ২  এর পরিসমাপ্তি হলো।

এক বিবৃতিতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে প্লেস্টেশন ২ এর সকল ব্যবহারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। এতদিন ডিভাইসটির প্রতি অনুগত থাকায় ব্যবহারকারীদের ধন্যবাদ জানায় সনি।

 বর্তমানে বাজারে ডিভাইসটির চতুর্থ সংস্করণ প্লেস্টেশন ৪ পাওয়া যাচ্ছে। এখন পর্যন্ত এটির ৮ কোটি গ্রাহক কিনেছেন বলে জানা যায়।

সূত্রঃ অনলাইন

//এস এইচ এস//

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি