ঢাকা, শুক্রবার   ০৩ মে ২০২৪

ফখরুলসহ বাকিরাও শপথ নেবেন: হানিফ

প্রকাশিত : ১৩:১৪, ২৮ এপ্রিল ২০১৯ | আপডেট: ১৪:১৬, ২৮ এপ্রিল ২০১৯

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি থেকে নির্বাচিতরা সংসদে যোগে দেবেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। একইসঙ্গে জনগণের রায়ের প্রতি বিএনপির শ্রদ্ধা প্রদর্শন করা উচিৎ বলেও মনে করেন তিনি।

আজ রোববার সকালে শেখ জামালের ৬৬তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন, নৈতিক দায়িত্ববোধের জায়গা থেকে বিএনপি থেকে নির্বাচিতদের সংসদে যোগ দেওয়া উচিত।

হানিফ বলেন, ‘যারা সংসদে এসেছে তাদের ধন্যবাদ জানাই, স্বাগত জানাই। আশা করি যেসব সংসদ সদস্যরা এখনও শপথ নেয়নি, তারা তাদের নৈতিক দায়িত্ববোধের জায়গা থেকে শপথ নেবেন এবং সংসদ অধিবেশনে যোগদান করবেন।’

‘জনগণ ভোট দিয়ে এমপিদের নির্বাচিত করেছে, তাই এই সংসদ বৈধ’ বলেও মন্তব্য করেন এই আওয়ামী লীগ নেতা। জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে হানিফ বলেন, ‘সারা বিশ্ব আজ জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদে আক্রান্ত। তবে বাংলাদেশের কঠোর অবস্থানের কারণে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে রাখা গেছে।’


টিআর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি