ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

ফরিদপুর-২ আসনে আ’লীগের প্রার্থী সাজেদা চৌধুরীর ছেলে শাহদাব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৪, ৫ অক্টোবর ২০২২

সদ্য প্রয়াত সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর আসনে ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা ও কৃষ্ণপুর) উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন তার ছোট ছেলে শাহদাব আকবর লাবু চৌধুরী। 

মঙ্গলবার (৪ অক্টোবর) গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি এবং দলের সংসদীয় এবং স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দলীয় সূত্রে জানা যায়, ফরিদপুর-২ উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নের জন্য মোট ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।

এদিন ফরিদপুর-২ আসনের মনোনয়ন ছাড়াও সভায় সাতটি উপজেলা, চারটি পৌরসভা এবং ২৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্যও আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা হয়।

উপজেলা পরিষদ নির্বাচনে রৌমারীতে রেজাউল ইসলাম, চিলমারীতে সোলায়মান আলী সরকার, খোকসায় মো. বাবুল আখতার, নেত্রকোনা সদরে আতাউর রহমান, ওসমানীনগরে শামীম আহমদ, জগন্নাথপুরে আকমল হোসেন এবং কর্ণফুলীতে ফারুক চৌধুরী আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। 

পৌরসভা নির্বাচনে দিনাজপুরের পার্বতীপুরে আমজাদ হোসেন, জামালপুরের হাজরাবাড়ীতে সামছুজ্জামান, সিলেটের বিশ্বনাথে ফারুক আহমদ, চট্টগ্রামের ফটিকছড়িতে ইসমাইল হোসেন নৌকার মনোনয়ন পেয়েছেন।

প্রসঙ্গত, গত ১১ সেপ্টেম্বর সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে ফরিদপুর-২ আসনটি শূন্য হয়। পরে উপ-নির্বাচনে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ হয় ৫ নভেম্বর। নির্বাচন কমিশন গত ২৬ সেপ্টেম্বর উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১০ অক্টোবর, বাছাই ১২ অক্টোবর ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৯ অক্টোবর। 

এ উপ-নির্বাচনে ভোটগ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি