ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

ফেসআইডি’র পেটেন্ট পেলো অ্যাপল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০০, ১০ আগস্ট ২০১৮

কম্পিউটার অপারেটিং সিস্টেম ম্যাক এর জন্য ফেসআইডির পেটেন্ট পেলো অ্যাপল। গত মঙ্গলবার এই পেটেন্ট পায় বলে জানায় অ্যাপল। ফলে আগামীতে নির্মাণ করা অ্যাপলের কম্পিউটারে ম্যাকেও এই ফেসআইডি যুক্ত করা হবে বলে মনে করা হচ্ছে। আর বাতিল হতে পারে ম্যাক এর টাচপ্যাড।

অনলাইন ভিত্তিক ৯টু৫ এক প্রতিবেদনে জানায়, “অ্যাপলের পরবর্তী কম্পিউটারগুলোতে থাকতে পারে এই ফেসআইডি ফিচার। ম্যাকে ৯২টি ধাপের অ্যালগারিদমের মাধ্যমে যুক্ত হতে পারে ফেসআইডি। এই অ্যালগারিদমের মাধ্যমে ব্যবহারকারীর চেহারার গভীরতাসহ মানচিত্র আঁকতে পারবে ম্যাক”।

এর আগেও ফেসআইডির পেটেন্টের জন্য আবেদন করেছিলো অ্যাপল। গত বছর আইফোন-এক্স এর মাধ্যমে প্রথমবারের মতো ফেসআইডি বাজারে আনে অ্যাপল। ম্যাকের পরবর্তী মডেলেই যে ফেসআইডি থাকতে পারে সে বিষয়েও ইঙ্গিত দিয়েছিল সিলিকন ভ্যালির এই জায়ান্ট।

সূত্রঃ জি নিউজ

//এস এইচ এস//

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি