ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

ফ্যাশন হাউজগুলো এনেছে বসন্ত উৎসব আর ভালবাসা দিবস উদযাপনের নতুন ডিজাইনের পোশাক

প্রকাশিত : ১৫:২২, ১২ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৫:২৫, ১২ ফেব্রুয়ারি ২০১৬

বসন্ত উৎসব আর ভালবাসা দিবস উদযাপনে এবারো নতুন ডিজাইনের পোশাক এনেছে ফ্যাশন হাউজগুলো। সুতি কাপড়ের উপর  হলুদ, সবুজ ও গাড়ো লাল রঙকেই প্রাধান্য দিয়েছেন ডিজাইনাররা । উৎসবের রঙে নিজেকে রাঙাতে সব বয়সী ক্রেতাই কিনছেন বসন্তের পোশাক। হলুদ গাদা আর রাঙা পলাশ প্রকৃতিকে বসন্তের আগমনী বার্তা। পাতা ঝরার শব্দে শীতের বিদায়। এসে গেলো বসন্ত। ঋতুরাজের আগমনে প্রকৃতির রঙের খেলায় মানুষেরও মনেও আনন্দের ছোঁয়া। বাঙালির বসন্তবরণে রঙিন পোশাক থাকবে না, তা কি হয়? রঙ আর ঋতু বিবেচনায় নতুন নতুন পোশাক এনেছেন ডিজাইনাররা। দেশীয় ফ্যাশন হাউজগুলো এবার বাজারে এনেছে গাড় রঙের বাহারি পোশাক। বর্ষবরণের  মতো না হলেও বসন্ত বরণ আর ভালোবাসা দিবসে ভালোই বিকি হচ্ছে বলে জানালেন বিক্রেতারা। পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসের পর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নতুন পোশাক বাজারে আনবে ফাশন হাউজগুলো।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি