ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

ফয়জুরকে রহমানকে ১০ দিনের রিমান্ড [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১০, ৮ মার্চ ২০১৮ | আপডেট: ২২:২৮, ৮ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

জনপ্রিয় লেখক ও শিক্ষাবিদ ড. জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুর রহমানকে ১০ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার রিমান্ড মঞ্জুর করেন। এদিকে ফয়জুরের সাথে সংঘবদ্ধ কোনো গোষ্ঠীর সম্পৃক্ততা থাকতে পারে বলে আর্জিতে জানান তদন্তকারী কর্মকর্তা।

কড়া নিরাপত্তার মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বেলা সোয়া একটার দিকে ড. জাফর ইকবালের উপর হামলাকারী ফয়জুরকে আদালতে নেওয়া হয়।

জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হরিদাস কুমারের আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম ফয়জুরের ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

শুনানী শেষে তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এসময় ফয়জুরের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

গত ৩ মার্চ সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে অধ্যাপক ড. জাফর ইকবালের ওপর হামলার পরপরই ফয়জুরকে আটক করে গণপিটুনি দেয় জনতা। এরপর থেকে চিকিৎসাধীন ছিল ফয়জুর।

এদিকে, অধ্যাপক ড. জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে ও জড়িতদের দ্রুত বিচারের দাবিতে বাগেরহাটে ও চট্টগ্রামের প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-চুয়েট-এ  মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।

 

আর

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি