ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

ফয়সাল মাহমুদের ওপর হামলাকারিদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

প্রকাশিত : ১৭:৩৬, ২৩ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৭:৩৬, ২৩ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

কক্সবাজার জেলা ছাত্রলীগের সাংগঠনকি সম্পাদক ফয়সাল মাহমুদের ওপর হামলাকারিদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন পরিবারের সদস্যরা। কক্সবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ফয়সালের ভাই রেজাউল করিম অভিযোগ করেন, হামলাকারিদের ধরতে পুলিশ কোন তৎপরতা নেই। গত ১৩ জানুয়ারি কক্সবাজার শহরের বাহারছড়ায় গুলিবিদ্ধ হয় ফয়সাল। বর্তমানে সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে। তার ওপর হামলার ঘটনায় ৩ জনকে আসামি করে মামলা হলেও এ পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি