ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

`বঙ্গবন্ধুকে অবমাননা` : ১৩ শিক্ষক কারাগারে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৮, ২৪ আগস্ট ২০১৭

চট্টগ্রামের নবম শ্রেণীর এক প্রশ্নপত্রে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননা করার এক মামলায় ১৩ জন শিক্ষককে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।


২০১৬ সালে দক্ষিণ চট্টগ্রামের মাধ্যমিক স্কুলের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য তৈরি একটি প্রশ্নপত্রে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে স্থানীয় একজন বিএনপি নেতার সঙ্গে তুলনা করা হয়েছে বলে অভিযোগ করা হয়।


সঙ্গে সঙ্গেই মূল প্রশ্নকর্তা গোকুল বড়ুয়াসহ ১৩জন শিক্ষককে গ্রেফতার করা হয়। এরপর তারা জামিন পান। পরে চট্টগ্রামের একজন অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে একটি তদন্ত কমিটি ওই ১৩ জন শিক্ষককে অভিযুক্ত করেন।


চট্টগ্রামের বাঁশখালি থানার ওসি আলমগির হোসেন জানান, ওই তদন্ত রিপোর্টের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে পুলিশ ওই ১৩ জন শিক্ষকের বিরুদ্ধে দেশদ্রোহের মামলা দায়ের করে। অভিযুক্ত শিক্ষকরা গতকাল বুধবার আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে, আদালত তা খারিজ করে তাদের জেল হাজতে পাঠিয়ে দেন।
//আর//এআর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি