ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

তথ্য-প্রযুক্তি আইনে মামলা

বঙ্গবন্ধুর খুনির জামাতা গ্রেপ্তার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২১, ১৩ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৪:২৩, ১৩ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত সুলতান শাহরিয়ার রশিদ খানের মেয়ের জামাই ফুয়াদ জামানকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। তথ্য-প্রযুক্তি আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের বিশেষায়িত এ ইউনিটের অতিরিক্ত উপ কমিশনার নাজমুল ইসলাম বলেন, বুধবার মধ্যরাতে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে ফুয়াদকে তারা গ্রেপ্তার করেন।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি এবং তার আত্মস্বীকৃত খুনিদের প্রশংসা করে ফেইসবুকে পোস্ট দেওয়ায় অভিযোগে এক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।’

বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সদস্য মোহাম্মদ নাজমুল হাসান পিয়াস গত ২৩ আগস্ট ধানমণ্ডি মডেল থানায় তথ্যপ্রযুক্তি আইনে ওই মামলা করেন।

এদিকে সাত দিনের রিমান্ড চেয়ে আজ বৃহস্পতিবার ফুয়াদ জামানকে আদালতে পাঠানো হয়েছে।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি