ঢাকা, মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪

‘বঙ্গবন্ধুর ছবি দেয়ালে টানালেই তাকে শ্রদ্ধা জানানো হয় না’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫১, ১৯ ডিসেম্বর ২০১৮

দেয়ালে দেয়ালে বঙ্গবন্ধুর ছবি টানালেই তাকে শ্রদ্ধা জানানো হয় না বলে মন্তব্য করেছেন গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতা ড. কামাল হোসেন।

বুধবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে ‘মানবধিকার, সুশাসন ও ভোটাধিকার’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এ সময় ড. কামাল বলেন, যারা এখন ক্ষমতায় আ‌ছে তারা সংবিধান প‌রিপ‌ন্থি কাজ করছে। নির্বাচনের অনেক প্রার্থীকে পুলিশ নির্যাতন করছে, আক্রমন করছে। নির্বাচন কমিশন সব কিছু দেখেও ব্যবস্থা নিচ্ছে না। পুলিশকে থামান, সাহস থাকলে আমাকে গ্রেফতার করুন।

ঐক্যফ্রন্টের শীর্ষনেতা বলেন, আমাদের সংবিধানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাক্ষর করে গেছেন। অথচ সেই সংবিধান এখন মানা হচ্ছে না।

অনুষ্ঠানে অনান্য বক্তারা বলেন, অংশগ্রহন মূলক নির্বাচনে বাধা তৈরী হয়েছে। নির্বাচন কমিশন তার সঠিক দ্বায়িত্ব পালন করছে না। তাই সুষ্ঠু নির্বাচনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি