ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

বঙ্গবন্ধুর নৌকাকে বিজয়ী করার আহ্বান ছাত্রলীগ সভাপতির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫৩, ১৭ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

আগামী ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতীক নৌকাকে বিজয়ী করে দেশের উন্নায়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন ছাত্রলীগের সভাপতি রেজোয়ানুল হক চৌধুরী শোভন।     

সোমবার বিকেলে কুড়িগ্রামের রৌমারী উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় মোবাইল কনভারসেশন মাধ্যমে তিনি এই আহ্বান জানান।  

ছাত্রলীগ সভাপতি বলেন, কে মনোনয়ন পেয়েছে, কে মনোনয়ন পায়নি এখন এটা দেখার বিষয় না। কোন ব্যক্তি নয়, জেতাতে হবে নৌকাকে। মনে রাখতে হবে নৌকা বঙ্গবন্ধুর প্রতীক, নৌকা দেশরত্নের প্রতীক, নৌকা আওয়ামী লীগের প্রতীক। নৌকার জয় সুনিশ্চিত করতে হবে। তাহলে দেশের উন্নায়নের ধারা অব্যাহত থাকবে।   

তিনি আরো বলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে তিন`শ আসনে কমিটি করে দেয়া হয়েছে। সবার প্রতি আমার আহ্বান থাকবে, আপনারা নিজের সর্বোচ্চ দিয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে কাজ করুন। আপনারা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে আওয়ামী লীগ সরকারের ১০ বছরের উন্নায়নের চিত্র তুলে ধরুণ। নৌকার বিজয় নিশ্চিত করে আপনারা ঘরে ফিরবেন বলে আশা করছি।

এসি 
    


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি