ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তথ্য এসোসিয়েশনের নতুন কমিটির শ্রদ্ধা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০১, ২৫ ফেব্রুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিসিএস (তথ্য) ক্যাডারের বাংলাদেশ বেতারে কর্মরত কর্মকর্তাদের সংগঠন “বিসিএস তথ্য সাধারণ বেতার কর্মকর্তা কল্যাণ সমিতি” এর নবনির্বাচিত কার্যনির্বাহী  কমিটি। 

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় বিসিএস তথ্য সাধারণ বেতার কর্মকর্তা কল্যাণ সমিতি এর নবগঠিত ২১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো শেষে কমিটির সদস্যরা দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন।

সমিতির সভাপতি ও প্রধানমন্ত্রী স্পিচ রাইটার (সচিব পদমর্যাদার) মো. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সায়েদ মোস্তফা কামাল এবং সমিতির কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যসহ বাংলাদেশ বেতারের উর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।  

উল্লেখ্য, ২১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির কোন পদেই আর কোন প্রতিদ্বন্ধি না থাকায় গত ১২ ফেব্রুয়ারি বিসিএস তথ্য সাধারণ বেতার কর্মকর্তা কল্যাণ সমিতির ২১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সকলেই বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়। 

কেআই/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি