ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

বঙ্গবন্ধুর ভাষণ রেকর্ড করেন এম আবুল খায়ের (ভিডিও)

প্রকাশিত : ১২:০৬, ৭ মার্চ ২০১৯ | আপডেট: ১২:১৬, ৭ মার্চ ২০১৯

পাকিস্তানিদের রক্তচক্ষু উপেক্ষা করে রেসকোর্সে অত্যন্ত সুকৌশলে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের অডিও ধারণ করেন তৎকালীন পাকিস্তান গণপরিষদের সদস্য এম আবুল খায়েরসহ কয়েকজন। পরে ভাষণটি ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। আমাদের রিপোর্টার ইবনে নূর শাওন কথা বলেছেন এম আবুল খায়েরের ছেলে একুশে পদকপ্রাপ্ত সঙ্গীত শিল্পী খায়রুল আনাম শাকিলের সঙ্গে। তিনি জানিয়েছেন ভাষণ রেকর্ডিংয়ের নানা কথা।

১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে আসলেন বঙ্গবন্ধু। জীবন বাজি রেখে জাতির পিতার ভাষণের অডিও ধারণ করার ঝুঁকি নিলেন পাকিস্তান চলচ্চিত্র কর্পোরেশনের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম সালাউদ্দিন ও এম আবুল খায়ের। 

বঙ্গবন্ধুর অনুমতি নিয়েই ‘জয় বাংলা’ সিনেমার প্রযোজক, ঢাকা রেকর্ডের সত্ত্বাধিকারী আবুল খায়েরের তত্ত্ববধানে সেদিন মঞ্চের নীচে বাঁশের আড়াল থেকে সম্পূর্ণ ভাষনটির অডিও রেকর্ড করেন এনএইচ খন্দকার।

১৭ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে তার হাতে অডিওর একটি কপি তুলে দেন তৎকালীন পাকিস্তান গণপরিষদের সদস্য আবুল খায়ের।

পরে মুক্তিযুদ্ধ চলাকালে কলকাতা থেকে ভাষণটিকে বিনামূল্যে ৩ হাজার কপি করে দেয় এইচএমভি। মুজিবনগর সরকারের সিদ্ধান্তে ভাষণ ছড়িয়ে দেয়া হয় মুক্তিযোদ্ধাদের কাছে।

সেদিনের দুঃসাহসিক পদক্ষেপের জন্যই ৭ মার্চের ঐতিহাসিক ভাষণটি আজ শোষিত-বঞ্চিত মানুষের প্রেরণা।

বিস্তারিত দেখুন ভিডিওতে :

এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি