ঢাকা, শনিবার   ০৪ মে ২০২৪

বছরের প্রথম দিন নতুন বই তুলে দেয়া হলেও বান্দরবানে শিশুরা এখনো হাতে পায়নি

প্রকাশিত : ১৮:১৬, ১৪ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:১৬, ১৪ জানুয়ারি ২০১৭

বছরের প্রথম দিন রাঙামাটির শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হলেও বান্দরবানের শিশুরা এখনো হাতে পায়নি তাদের মাতৃভাষার বই। শিক্ষকদের অভিযোগ, পাঠ্যপুস্তক বিতরণ সপ্তাহ পেরিয়ে যাবার পরও বই হাতে না পেয়ে পড়াশোনা থেকে পিছিয়ে পড়ছে শিক্ষার্থীরা। তবে চলতি সপ্তাহে বই দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা কর্মকর্তা। ২০১০ সালের শিক্ষা নীতি অনুযায়ী তিন পার্বত্য জেলাসহ সমতল এলাকায় বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুদের মাতৃভাষায় পাঠদানের কার্যক্রম শুরু করে সরকার। এরই ধারাবাহিকতায় বছরের শুরুতে রাঙামাটিতে পাহাড়ি শিশুদের মাতৃভাষার বই দেওয়া হলেও বান্দরবানে এখনো পৌঁছায়নি মাতৃভাষার বই। তাই পড়ালেখা থেকে বঞ্চিত হচ্ছে পাহাড়ি শিশুরা। এ অবস্থায় শিক্ষার্থী ঝরে পড়ার আশঙ্কা করছেন শিক্ষকরা। তবে চলতি সপ্তাহেই ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুদের মাঝে মাতৃভাষার বই দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা। মাতৃভাষায় পড়ার সুযোগ করে দিয়ে পাহাড়ি শিশুদের ভাষা ও সংস্কৃতি উন্নয়নে সরকার উদ্যোগী হবে বলে আশা করছেন স্থানীয়রা।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি