ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

বজ্রপাতে সারাদেশে ১০ জন নিহত

প্রকাশিত : ১১:৪৭, ৩১ মে ২০১৬ | আপডেট: ১১:৪৭, ৩১ মে ২০১৬

Ekushey Television Ltd.

বজ্রপাতে সারাদেশে ১০ জন নিহত হয়েছে। গাজীপুরে ৪ জন, ঝিনাইদহে ২, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ ও রংপুরে ৩ জনের মৃত্যু হয়। এছাড়া টাঙ্গাইলে আওয়ামী লীগের বিজয় মিছিল করার সময় বজ্রপাতে নিহত হয় এক যুবক, আহত হয় অন্তত ৮ জন। গাজীপুরের কালিগঞ্জের জামালপুর ইউনিয়নের কাপাস গ্রামে বজ্রপাতে ৩ জন মারা গেছে। স্থানীয়ারা জানান, কাপাস গ্রামের বিলে চাষ করা মাছ দেখশুনা করতে গেলে সুকন্দ দাস, সুধন দাস এবং নিরদ দাস বজ্রপাতে ঘটনাস্থলে মারা যান তারা। অপরদিকে, শ্রীপুরের বৈরাগীর চালা এলাকায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। এদিকে, ঝিনাইদহের মহেশপুরে নস্তি গ্রামে বজ্রপাতে মৃত্যু হয় এক ব্যক্তির। একই সময় পাশের নলপাতুড়িয়া গ্রামে বজ্রপাতে মৃত্যু হয় এক নারীর।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি