ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

বত্রিশ নম্বর থেকে বঙ্গোপসাগরে

প্রকাশিত : ১৯:০৪, ২৭ সেপ্টেম্বর ২০১৭

কলের শ্রমিক, ক্ষেতের মজুর আর নিরন্ন মানুষের জীবন ছবি
শব্দে ছন্দে রঙের তুলিতে আঁকিছ বারে বারে হে কবি,
অরপিয়াসের সুরে বাংলার সাড়ে সাত কোটি মানুষের
ঘুম ভাঙ্গানিয়া পাখি।
সকালের সুমিষ্ট আযানে আত্মনিবেদনের
প্রত্যয়ে জেগে উঠা মুসলমান, শুনে তোমার জয় বাংলা ডাক-
পদ্মা মেঘনা যমুনার কুলের সংগ্রামী জেলে, শুনে তোমার জয় বাংলা ডাক-
রেলের শ্রমিক, রিকশাওয়ালা, ষোড়শি কুমারী, নববধূ
যুবক, কিশোর, ছাত্র-জনতা শুনে তোমার জয় বাংলা ডাক-
যেন মৃত্যু আলিঙ্গনে জেগে উঠা বীর, খালি হাতে সম্মুখ সমরে।
সেই পরন্ত বিকেলে,
ডালিমের ডালে বসে দোয়েল গেয়েছিল গান,
বাগানে ফোটে ছিল শত ফুল
চৈত্রের খা খা দুপুর শেষে, সোনালি বিকেলে লক্ষ জনতার
সমাবেশে তুমি দিলে ডাক, ‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’
অতঃপর ... ...
সোনার তরী নয়, বলাকা নয়, নয় কোনো মহাশ্মশান
জন্ম নিল এক মহাকাব্য স্বাধীনতা যার নাম।
তারপর যা বলব ... ...
নাই মোর ভাষা,
পুত্রের লাশের পাশে নিহত পিতা।
হে পিতা,
তোমার ভাষা ছিল, গর্জে উঠা লোরকার শব্দের হাতিয়ার
অথচ জীবন দিতে হল তোমাকে শৃগালের হাতে।
তোমার রক্তের ধারা গড়াতে গড়াতে
বত্রিশ নম্বর থেকে গেল বঙ্গোপসাগরে।

//এআর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি