ঢাকা, শুক্রবার   ১৭ মে ২০২৪

বন্যার পানি কমার সাথে সাথে স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির চিহ্ন

প্রকাশিত : ১৩:৪৩, ১০ আগস্ট ২০১৬ | আপডেট: ১৩:৪৩, ১০ আগস্ট ২০১৬

সারাদেশে বন্যার পানি কমার সাথে সাথে স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির চিহ্ন। ভেঙ্গে গেছে বিভিন্ন এলাকার রাস্তাঘাট, বেড়িবাঁধ। এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারছে না বন্যাকবলিত এলাকার মানুষ। এদিকে, বৈরি আবহাওয়ার কারণে ব্যহত হচ্ছে বিভিন্ন ঘাটের নৌ ও ফেরি চলাচল। পদ্মার তীব্র স্রোতে ভেঙ্গে গেছে দৌলতদিয়ার ৩টি ঘাট। পদ্মার উত্তাল ঢেউ আর তীব্র স্রোত গ্রাস করছে রাজবাড়ী জেলাকে। ভাঙ্গনের ফলে দুর্বিসহ দিন কাটছে অসহায় পরিবারগুলোর। ভাঙনের মুখে রাজবাড়ীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধও। এদিকে, তীব্র স্রোতে ভেঙ্গে গেছে দৌলতদিয়ার ১, ২ এবং ৪ নম্বর ফেরিঘাট। একমাত্র ৩ নম্বর ঘাট দিয়ে শুধু ছোট যানবাহন পারাপার চলছে। ট্রাক পারাপার না হওয়ায় বিপাকে পড়েছেন ব্যবসায়িরা। বৈরী আবহাওয়া আর নদীর পানি বাড়ায় শিমুলিয়া-কাওড়াকান্দি, পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। ব্যহত হচ্ছে ফেরি চলাচলও। এসব ঘাটে পারাপারের অপেক্ষায় আছে হাজারো যানবাহন। যমুনার পানি কমার সাথে-সাথে সিরাজগঞ্জে ভেসে উঠছে ক্ষতিগ্রস্ত রাস্তা-ঘাট। জমির ফসল, যোগাযোগ ব্যবস্থা নষ্ট হয়ে যাওয়ায় স্বাভাবিক জীবনে ফিরতে পারছে না ওই সব এলাকার মানুষ। বন্যায় ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনের পাশাপাশি রাস্তাঘাট সংস্কারের দাবি জানিয়েছে ভুক্তভোগীরা।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি