ঢাকা, বৃহস্পতিবার   ০৮ মে ২০২৫

বন্যায় ভাঙ্গে ৪১ টি নদীর প্রায় ১৩শ’ কিলোমিটার তীরাঞ্চল

প্রকাশিত : ০৯:৩৮, ২ আগস্ট ২০১৬ | আপডেট: ১২:১৮, ৪ এপ্রিল ২০১৭

Ekushey Television Ltd.

শুষ্ক মৌসুমে বালুতে ধুসর আর বন্যায় ভাঙে বিস্তীর্ণ নদীর দু’পাড়। ভাঙতে ভাঙতে উধাও ৪১ টি নদীর প্রায় ১৩শ’ কিলোমিটার তীরাঞ্চল। বন্যা আসে বন্যা যায়- এরি মাঝে নিঃস্ব হয় হাজারো পরিবার। আর নদীপাড়ের সব হারানো এসব মানুষের কান্না থামাতে নেই সুস্পষ্ট পদক্ষেপও। গঙ্গার পানি বন্টন নিয়ে এপার বাংলার সঙ্গে ওপারের যতোই জেদাজেদি থাকুক না কেন প্রতি বছর বন্যায় ভাটির দেশ বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয় মারাত্মকভাবে। বর্তমানে দেশের প্রধান তিন নদী পদ্মা মেঘনা আর ব্রহ্মপুত্র অববাহিকায় ভাঙছে ১২শ কিলোমিটার। শীত মৌসুম পর্যন্ত এই ভাঙনের সীমানা আরও কতো মিটারে  গিয়ে ঠেকবে তার হিসেবও অজানা। তাইতো বাড়ছে ঘরহীন মানুষের সংখ্যা, সবহারার তালিকায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নতুন নতুন মুখ। ঘটনার শেষ কি এখানেই? নাকি আছে কোন পরিকল্পিত পদক্ষেপ? নদীশিকস্তি অসহায় মানুষের কান্না থামাতে প্রতি বাজেটেই বরাদ্দ পায় পানি উন্নয়ন বোর্ড। কিন্তু তা বালুর বস্তার সঙ্গেই দিব্যি মিশে যায় ঘোলা পানিতে। নদী ভাঙন ঠেকাতে এবারও নতুন কিছু আশার কথা শোনালেন মন্ত্রী আর মহাপরিচালক।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি