ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বরিশালে বাড়ছে গমের আবাদ

প্রকাশিত : ১৩:০৫, ২৭ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৩:০৫, ২৭ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

বরিশাল অঞ্চলে ক্রমেই বাড়ছে গমের আবাদ। এ’বছর লক্ষ্যমাত্রাও ছাড়িয়ে গেছে। অন্য ফসলের তুলনায় লাভ বেশি হওয়ায় গম চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। কয়েক বছর আগেও, গম আবাদের কথা তেমন ভাবাই যেতো না, দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে। মাটির অম্লতাসহ বিরূপ আবহাওয়ার কারণে, আগ্রহী হতেন না কৃষকরাও। তবে, উন্নত জাত উদ্ভাবনের ফলে সেই অবস্থার পরিবর্তন হয়েছে। লবন ও তাপ সহনীয় বারি-২৫ ও বারি-২৬ জাতের গমের আবাদ হচ্ছে এই অঞ্চলে। বছর তিনেক আগে, বরিশাল বিভাগে ৬ হাজার ১শ’ ৬০ হেক্টর জমিতে গম চাষ হলেও, চলতি বছর আবাদ হয়েছে, ১৮ হাজার ৯১ হেক্টর জমিতে। গমের চাষ বাড়লেও ইঁদুরের উৎপাত আর পোকামাকড়ের কারণে কিছুটা চিন্তিত কৃষক। তবে, সমস্যা সমাধানে কৃষি বিভাগ তৎপর রয়েছে বলে জানালেন, এই কৃষি কর্মকর্তা। সব ধরনের সহায়তা পেলে, ধানের মতো গম চাষেও সাফল্য মিলবে দেশের দক্ষিণাঞ্চলে- এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি