বাংলাদেশ বিনির্মাণে একজন ডা. ফজলে রাব্বি (ভিডিও)
প্রকাশিত : ১১:৩৬, ১২ ডিসেম্বর ২০২১ | আপডেট: ১৩:৪২, ১২ ডিসেম্বর ২০২১
 
				
					বাংলাদেশ বিনির্মাণের সাথে যাদের নাম সোনার অক্ষরে লেখা আছে তাদের একজন ডা. ফজলে রাব্বি। বায়ান্নোর ভাষা আন্দোলনে ছিলেন সক্রিয়। ঊনসত্তরের গণঅভ্যুত্থানে ছিলেন আন্দোলনের প্রথম সারিতে। আর মুক্তিযুদ্ধে দেশের জন্য দিয়েছেন প্রাণ।
ডা. ফজলে রাব্বি বায়ান্নোর ভাষা আন্দোলন ঊনসত্তরের গণ-অভ্যুত্থান এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সক্রিয় ছিলেন।তিনি ও তাঁর স্ত্রী মুক্তিযোদ্ধাদের চিকিৎসাসেবা ও আর্থিক সহায়তা প্রদান করেন।
ডা. রাব্বি গাড়িতে আহত মুক্তিযোদ্ধাদের বহন করতেন। মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে এই গাড়ি ছুটে বেড়াতো।
১৫ ডিসেম্বর আল বদরের সদস্যরা তাঁকে বাসা থেকে তুলে আরও অনেক বুদ্ধিজীবীর সঙ্গে রায়ের বাজার ইটখোলায় নৃশংসভাবে হত্যা করে।
স্বাধীনতার পর ১৮ ডিসেম্বর শহীদ ডা. ফজলে রাব্বির ক্ষত-বিক্ষত মৃতদেহ উদ্ধার করা হয় রায়েরবাজার থেকে।
তাঁর ব্যবহৃত গাড়িটি মুক্তিযুদ্ধ যাদুঘরে সংরক্ষিত আছে।
এএইচ/
 
				        
				    






























































