ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলে নিবন্ধনের দাবিতে বিক্ষোভ করেছে ইউএসটিসি

প্রকাশিত : ১৮:২১, ১৬ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:২১, ১৬ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলে নিবন্ধনের দাবিতে বিক্ষোভ করেছে চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটক ও প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে দেয় এবং আধঘণ্টা ক্যাম্পাসের সামনে সড়ক অবরোধ করে। এক সপ্তাহ ধরে নিবন্ধনের দাবিতে এমবিবিএস শ্রেণীর ২৫, ২৬ ও ২৭ তম ব্যাচের শিক্ষার্থীরা আন্দোলন করে আসছে। এর প্রেক্ষিতে ২৫তম ব্যাচের চুড়ান্ত পরীক্ষা স্থগিত করেছে ইউএসটিসি কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়টির তিন ব্যাচের প্রায় এক হাজার শিক্ষার্থীর মধ্যে বাংলাদেশ ছাড়াও ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপালসহ ১৪টি দেশের শিক্ষার্থীও রয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি