ঢাকা, মঙ্গলবার   ২১ মে ২০২৪

বাংলাদেশকে ৮টি ভেন্টিলেটর ও ১৫০০ পিপিই দিল সুইডেনের কোম্পানি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৮, ১৪ মে ২০২০

বাংলাদেশকে ৮টি ভেন্টিলেটর ও ১৫০০ পিপিই সুইডেনের কোম্পানি এ্ইচ অ্যান্ড এম (H&M)। আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের উপস্থিতিতে এসব চিকিৎসা সামগ্রী  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো: আসাদুল ইসলামের নিকট হস্তান্তর করেন এইচ অ্যান্ড এম কোম্পানির প্রতিনিধি বশিরুন নবী খান।

এ সময় পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ও সুইডেনের রাষ্ট্রদূত Charlotta Schlyter উপস্থিত ছিলেন।

চিকিৎসা সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন করোনার কারণে সৃষ্ট বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের ক্রয়াদেশ বাতিল না করায় এইচ অ্যান্ড এম কোম্পানিকে ধন্যবাদ জানান। 

তিনি বলেন, এক্ষেত্রে সুইডেনের এ কোম্পানি আদর্শ স্থাপন করেছে এবং অন্যান্য কোম্পানিরও উচিত তাদের মডেল অনুসরণ করা। 

ড. মোমেন গত এপ্রিল মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সুইডেনের প্রধানমন্ত্রীর টেলিফোনের আলাপের উল্লেখ করে বলেন, উভয় দেশ করোনার প্রভাব মোকাবিলায় একসাথে কাজ করে যেতে চায়।

সুইডেনের রাষ্ট্রদূত Charlotta Schlyter বলেন, সুইডেন সব সময় বাংলাদেশের পাশে আছে এবং এখন সুইডেনের কোম্পানিও একই পথ অনুসরণ করছে। তিনি করোনা ভাইরাস মোকাবিলায় বাংলাদেশের সাথে কাজ করার অঙ্গীকার পুর্নব্যক্ত করেন।

এমবি//


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি