ঢাকা, মঙ্গলবার   ২১ মে ২০২৪

বাংলাদেশের ইতিহাসে ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ী

প্রকাশিত : ১৩:৪৪, ৯ আগস্ট ২০১৬ | আপডেট: ১৩:৪৪, ৯ আগস্ট ২০১৬

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে সাথে, বাংলাদেশের ইতিহাসে জায়গা করে নিয়েছে ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ী। মুক্তিযুদ্ধের আগে এক দশক এবং স্বাধীনতার পরে এই বাড়ীতেই থেকেছেন জাতির জনক। বাংলাদেশের অভ্যুদয় থেকে শুরু করে পরবর্তী সময়ের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে ধানমন্ডির বাড়ীটি। বর্তমানে এটি, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর। জাতির জনকের স্মৃতিচিহ্ন দেখতে প্রতিদিন শত শত মানুষ ভিড় জমায় এখানে। ধানমন্ডির পুরাতন ৩২ নম্বর সড়কের, এই বাড়িতেই থাকতেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৬১ সালের, পহেলা অক্টোবর থেকে, ১৯৭৫ এর ১৫ই আগষ্ট .... এখান থেকেই নেতৃত্ব দিয়েছেন পুরো জাতিকে। এনেছেন স্বাধীনতা। ১৯৬২’র শিক্ষা আন্দোলন, ৬৬’র ছয় দফা, ৬৯ এর গণ-অভ্যুত্থান- বাঙালির সব আন্দোলনের তীর্থভূমি হয়ে উঠে ৩২ নম্বরের এই বাড়ী। এখানে বসেই আন্দোলনের রূপরেখা তৈরি করেছেন বঙ্গবন্ধু, মতবিনিময় করেছেন নেতা-কর্মীদের সাথে। শুনেছেন তাদের দুঃখ দুর্দশার কথা। দিয়েছেন পথনির্দেশনা। আর বাঙালিও দিকনির্দেশনার জন্য তাকিয়ে থাকতো ধানমন্ডির এই বাড়ীর দিকে। ঐতিহাসিক ৭ই মার্চের হৃদয়স্পর্শী ভাষণের রুপরেখাও বঙ্গবন্ধু এঁকেছিলেন, এ বাড়ির কনফারেন্স টেবিলে বসে। ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে গ্রেফতারের আগ মুহুর্তে এই বাড়ী থেকেই পাঠিয়েছিলেন স্বাধীনতার ঘোষণাপত্র। পরবর্তীতে, স্বাধীন দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রপরিচালনার সময়েও বঙ্গবন্ধু থেকেছেন ধানমন্ডির বাড়ীতে। সুরক্ষিত বঙ্গভবনে আবাসনের ব্যবস্থা থাকা সত্ত্বে জনগণের কাছাকাছি থাকতেই এখানে সাদামাঠাভাবে বাস করতেন তিনি। ১৯৭৫ এর ১৫ আগষ্ট, এই বাড়িতেই, পরিবারের অধিকাংশ সদস্যসহ ঘাতকের হাতে নিহত হন বাঙালীর মুক্তির দূত। পরে, বাড়ীটি সিলগালা করে দেয় ঘাতকদের হাত ধরে আসা সরকার। বঙ্গবন্ধু’র দুই কন্যার কাছে বাড়িটি হস্তান্তর করা হয়, ১৯৮১ সালে। পরে, তা জাদুঘর হিসেবে গড়ে তুলতে দেয়া হয়, বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টকে। সেই থেকেই, বাড়িটি ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর’। নতুন প্রজন্ম যাতে সহজে জানতে পারে সেজন্য, বাড়িতে অবিকৃতভাবেই, ধরে রাখা হয়েছে, বঙ্গবন্ধু ও পুরো পরিবারের জীবনযাপনের চিত্র।
Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি