ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

বাউফলে বিদ্যুতের আলোয় আলোকিত আড়াই হাজার পরিবার

বাউফল সংবাদদাতা 

প্রকাশিত : ১৮:২৫, ১৬ জুন ২০২১

পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি বাউফল জোনাল অফিসের নবনির্মিত ভবন ও সাবমেরিন ক্যাবলের মাধ্যমে তেঁতুলিয়া নদী বেষ্টিত বিচ্ছিন্ন চন্দ্রদ্বীপ ইউনিয়নে ২১ কোটি ৪০ লক্ষ টাকা ব্যায়ে বিদ্যুৎ সংযোগ লাইনের উদ্বোধন করা হয়েছে।

বুধবার বেলা ১০টায় বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ আ স ম ফিরোজ এমপি নতুন বিদ্যুৎ সংযোগ লাইনের উদ্বোধন করেন।

প্রধান অতিথি আ স ম ফিরোজ এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সর্বত্র শতভাগ বিদ্যুতায়ণের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। মুজিব বর্ষের মধ্যেই দেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া সরকারের লক্ষ্য। পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির জিএম শাহ মো. রাজ্জাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসারেফ হোসেন খান, বাউফল সরকারি কলেজের অধ্যক্ষ আবুল বশার তালুকদার, বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল মামুন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলম মিয়া প্রমূখ।  
কেআই//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি