ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

বাগেরহাটে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৫৪, ১ জুন ২০২০

বাগেরহাটে বিদ্যুৎস্পৃষ্টে কৌশিক চৌধুরী (১২) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) সকালে বাগেরহাট সদর উপজেলার লাউপালা গ্রামে নিজ বাড়ির বাগানে সুপারী গাছের মাধ্যমে বিদ্যুতায়িত হয় কৌশিক। পরে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত কৌশিক চৌধুরী লাউপালা গ্রামের কৃষ্ণপদ চৌধুরীর ছেলে। স্থানীয় রাংদিয়া স্কুল এ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, গতকাল রাতের ঝড়ে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনের উপর একটি সুপারি গাছ পরে। গাছটি বিদ্যুতায়িত হয়ে যায়। সকাল ৯টার দিকে কৌশিক বরশি বাওয়ার জন্য বাগান দিয়ে পুকুরের পারে যাওয়ার সময় সে বিদ্যুতায়িত হয়। তরিঘরি করে হাসপাতালে নিলে চিকিৎসক কৌশিককে মৃত ঘোষণা করেন।

বাগেরহাট মডেল থানার এস আই আলমগীর হোসেন বলেন, বিদ্যুৎস্পৃষ্টে কৌশিক চৌধুরী নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রেখেছি। তবে পরিবারের লোকেরা যদি চায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিতে পারবেন।
কেআই/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি