ঢাকা, সোমবার   ০৬ মে ২০২৪

বাগেরহাটে ২৪ ঘন্টায় মৃত্যু ২,আক্রান্ত ১২১

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ২১:৫৭, ৫ জুলাই ২০২১

বাগেরহাটে গেল ২৪ ঘন্টায় ২৫১ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১২১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার দাড়িয়েছে ৪৮ শতাংশ। এই সময়ে মারা গেছে ২ জন। 

এ নিয়ে বাগেরহাটে মোট মৃত্যু হয়েছে ৯১ জনের। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৮৯৪ জন। সুস্থ হয়েছে ২ হাজার ৭১৯ জন। সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১ হাজার ৮৪ জন।

সোমবার (৫ জুলাই) দুপুরে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির এ তথ্য জানিয়েছেন।

আক্রান্তদের মধ্যে বাগেরহাট সদর উপজেলায় ৩৯ জন, মোল্লাহাটে ১২, ফকিরহাটে ৩২, চিতলমারীতে ৩, কচুয়ায় ২, মোড়েলগঞ্জে ১৪, মোংলায় ৭, এবং শরণখোলায় ১২ জন রয়েছে।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির বলেন, করোনা সংক্রমণ রোধে আমরা সব ধরণের চেষ্টা করছি। তারপরও সংক্রমণ কমানো যাচ্ছে না। এই অবস্থায় সকলকে আরও বেশি সতর্ক ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান এই কর্মকর্তা।
কেআই//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি