ঢাকা, শনিবার   ০৩ মে ২০২৫

‘বাজেট হবে সর্ববৃহৎ, জনকল্যাণমুখী ও ব্যবসা বান্ধব’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫৩, ২৭ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

আগামী বাজেট হবে সর্ববৃহৎ, জনকল্যাণমুখী ও ব্যবসা বান্ধব। শুক্রবার বিকেলে বেনাপোল কাস্টম হাউস ক্লাবে আমদানি-রফতানিকারক,বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের সাথে প্রাক-বাজেট আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো: মোশাররফ হোসেন ভূইয়্যা এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, এবারের বাজেটে ব্যবসায়ীদের স্বার্থ দেখা হবে। ব্যক্তি পর্যায়ে আয়করের সীমা আড়াই লাখ টাকার পরিবর্তে সাড়ে তিন লাখ টাকা, বিদেশ ভ্রমণ কর প্রত্যাহার করা যায় কিনা তা বিবেচনাধীন আছে। তিনি বেনাপোল বন্দরকে আরো গতিশীল ও কাস্টমস হাউজকে আরো সক্রিয় করার পরামর্শ দেন।

ব্যবসায়ীদের আমদানির ওপর জোর না দিয়ে রফতানির ওপর বেশি জোর দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ বাজেটেও মূল্যসংযোজন করের নির্দিষ্ট ১৫ শতাংশ না হয়ে বর্তমানে বিদ্যমান বিভিন্ন সেবার জন্য ভিন্ন ভিন্ন হার করা হবে। আমদানি- রফতানিকারকরা যদি সঠিকভাবে রাজস্ব প্রদান করেন তাহলে রাজস্ব ঘাটতি হবে না। পরস্পর সৌহার্দ্য সম্প্রীতি বজায় রেখে ব্যবসা বান্ধব পরিবেশ তৈরী করে রাজস্ব বৃদ্ধি করতে হবে। কোন রকম অনিয়ম দুর্নীতির সাথে জড়িয়ে ব্যবসা বাণিজ্য সম্প্রসারন করা যাবে না। ব্যবসায়ীদের সুবিধার জন্য যদি কিছু আইন সংশোধন করতে হয় তা আমরা বিবেচনা করা হবে। আগামি কয়েকমাসের মধ্যে যাতে বেনাপোলে বিএসটিআই কর্মকর্তা বসতে পারেন সে বিষয় আমি ব্যবস্থা করব বলে আশ্বাস দেন তিনি।

বেনাপোল কাস্টম কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (শুল্ক নীতি ও আইসিটি) মো. ফিরোজ শাহ আলম, সদস্য (কর-নীতি) কানন কুমার রায়, মো. সদস্য (মূসক নীতি) রেজাউল হাসান। সভায় বক্তব্য রাখেন, যশোর চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি মিজানুর রহমান, যশোর প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টকুন, বেনাপোল পৌর সভার মেয়র আশরাফুল আলম লিটন, বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন, সাধারন সম্পাদক এমদাদুল হক লতা, বেনাপোল প্রেস ক্লাবের সভাপতি মহসিন মিলন, ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্সের বন্দর সাব কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমান প্রমুখ।

এসময় বন্দর, কাস্টম, পুলিশ, বিজিবিসহ বিভিন্ন বিভাগের সরকারি উর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী নেতারা এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর আগে তিনি ৫০ কোটি টাকা মূল্যের আধুনিক ভ্রাম্যমান স্কেল স্ক্যানার মেশিন, কাষ্টম হাউসে স্মৃতিসৌধ পুস্প অর্পন ও বাইপাস সড়কের নিয়ন্ত্রন কক্ষের উদ্বোধন করেন। পরে এনবিআর চেয়ারম্যান সফর সঙ্গীদের নিয়ে বেনাপোল চেকপোষ্ট কাষ্টম ইমিগ্রেশনসহ আমদানি-রফতানি টার্মিনাল ও ইন্টিগ্রেটেড গেট পরিদর্শন করেন।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি