ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

বাড্ডায় ডিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৩ ডাকাত গুলিবিদ্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৯, ৭ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

ডাকাতির প্রস্তুতিকালে রাজধানীর বাড্ডায় গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিন ডাকাত গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

তিনি গণমাধ্যমকে জানান, রাজধানীর বাড্ডা ও ভাটারা এলাকায় র‌্যাবের জ্যাকেট পরে ডাকাতির প্রস্তুতিকালে মহানগর উত্তরের গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে ডাকাত দলের সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে তিন ডাকাত সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, ডাকাতদের নাম পরিচয় পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে অস্ত্র ও র‌্যাবের জ্যাকেটসহ ডাকাতি কাজের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
এসএ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি