ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

‘বান্ধবী’সহ সাবেক আইনমন্ত্রীর সম্পদ বাজেয়াপ্ত করতে আবেদন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৭, ৬ নভেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, তার বান্ধবী অ্যাডভোকেট তৌফিকা করিমের দুর্নীতির অনুসন্ধান ও তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে দুর্নীতি দমন কমিশনে আবেদন করা হয়েছে। দুদক আইন ২০০৪ এর ২৭ ধারায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করার আবেদন করা হয়েছে।

বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ সুলতান আনিসুল ও তৌফিকার বিরুদ্ধে মামলা দায়েরের এই আবেদন করেন।

আবেদনে আনিসুল হকের বিষয়ে বলা হয়েছে, তিনি আইনমন্ত্রী থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে বিপুল জ্ঞাত আয় বহির্ভূত সম্পত্তি অর্জন করেছে, যা দেশে ও বিদেশে বিদ্যমান আছে। তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অনুসন্ধানান্তে দুদক আইন ২০০৪-এর ২৭ ধারায় মামলা দায়ের করে তদন্তয়ান্তে চার্জশিট দাখিল করে ন্যায় বিচার প্রতিষ্ঠায় জ্ঞাত আয় বহির্ভূত সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে সর্বোচ্চ শাস্তি প্রদানের আবেদন করছি।

অন্যদিকে তৌফিকা করিমের বিষয়ে বলা হয়েছে, তিনি (সিটিজেন ব্যাংকের চেয়ারম্যান) ক্ষমতার অপব্যবহার করে বিপুল জ্ঞাত আয় বহির্ভূত সম্পত্তি অর্জন করেছেন, যা দেশে ও বিদেশে বিদ্যমান আছে। তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অনুসন্ধানান্তে দুদক আইন ২০০৪-এর ২৭ ধারায় মামলা দায়ের করে তদন্তয়ান্তে চার্জশিট দাখিল করে ন্যায় বিচার প্রতিষ্ঠায় জ্ঞাত আয় বহির্ভূত সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে সর্বোচ্চ শাস্তি প্রদানে আবেদন করছি।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন করে আলোচনায় আসেন আনিসুল হক ও তার ‘বান্ধবী’ তৌফিকা করিম। আনিসুল হক আইনমন্ত্রী হওয়ার পর গত ১০ বছরে তৌফিকা আইন মন্ত্রণালয় ঘিরে তার সাম্রাজ্য তৈরি করেন এবং নিয়োগ বাণিজ্য, রায় বদল থেকে শুরু করে নানা অনিয়ম-দুর্নীতির মাধ্যমে হাজার কোটি টাকার মালিক হয়েছেন বলে অভিযোগ।

এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি