ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৬, ১৮ নভেম্বর ২০২৩ | আপডেট: ১৪:১৯, ১৮ নভেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির প্রথম ধাপের এমসিকিউ’র ফল প্রকাশ করা হয়েছে। এতে পাস করেছেন ৬ হাজার ২২৯ জন পরীক্ষার্থী।

শুক্রবার অনুষ্ঠিত পরীক্ষার ফল গতকাল রাতে বার কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। বার কাউন্সিল সচিব (সিনিয়র জেলা ও দায়রা জজ) ড. ওয়াহিদুজ্জামান শিকদার স্বাক্ষরিত ফলাফল সিট সংস্থাটির ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।

বার কাউন্সিলের কর্মকর্তারা জানায়, গতকাল অনুষ্ঠিত এমসিকিউ পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা ছিল ৩৯ হাজার ১৯৮ জন। পরীক্ষায় অংশ নিয়েছেন ৩৪ হাজার ৬৪২ জন। এর মধ্যে পাস করেছেন ৬ হাজার ২২৯ জন। এছাড়া ৭ জন পরীক্ষার্থীর ফলাফল পুনঃনিরীক্ষার জন্য স্থগিত রাখা হয়েছে।

এমসিকিউতে উত্তীর্ণরা এখন পরবর্তী ধাপ লিখিত পরীক্ষায় অংশ নেবেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হন। 

আইনজীবী হিসেবে সনদ পেতে তিন ধাপের নৈব্যর্ত্তিক, লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণরাই আইনজীবী হিসেবে জেলা বার-এ প্র্যাকটিস করতে পারেন।

বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি আইনজীবী হিসেবে সনদ পরীক্ষার বিষয়ে সকল সিদ্ধান্ত ও দিক-নির্দেশনা দিয়ে থাকে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি