বার কাউন্সিলের লিখিত পরীক্ষা ফল প্রকাশিত
প্রকাশিত : ১৯:৪৯, ৪ জুন ২০১৮ | আপডেট: ২০:২৮, ৪ জুন ২০১৮

বাংলাদেশ বার কাউন্সিলবার কাউন্সিলের অ্যাডভোকেটশিপ তালিকাভুক্তির জন্য লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আজ সোমবার এ ফল প্রকাশিত হয়। ৭ অক্টোবর এর লিখিত পিরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় মোট পাশ করেছেন আট হাজার ১৩০ জন। আর ২০৮ জনের ফল অপেক্ষমানের তালিকায় রাখা হয়েছে।
গত ২১ জুলাই অনুষ্ঠিত এমসিকিউ পরীক্ষায় প্রায় ৩৪ হাজার ২’শ জন অংশ নিয়েছিলেন। উত্তীর্ণ হয়েছেন হন ১১ হাজার ৮৪৬ জন। এমসিকিউ পরীক্ষার প্রবেশপত্র দিয়েই লিখিত পরীক্ষায় অংশ নেওয়া নেন পরীক্ষার্থীরা।
উত্তীর্ণরা মৌখিক পরীক্ষায় কৃতকার্য হলে সংশ্লিষ্ট জেলা আদালতে আইনজীবী হিসেবে কাজ করতে পারবেন।
লিখিত পরীক্ষার ফলাফল দেখুন এই লিংকে।
এসএইচ/এসি
আরও পড়ুন