ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

বার-বেঞ্চ এবং প্রশাসনের মধ্যে দ্বন্দ্ব পরিহারের আহবান জানিয়েছেন প্রধান বিচারপতি

প্রকাশিত : ১৮:২৪, ২০ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:২৪, ২০ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

আইনের শাসন প্রতিষ্ঠায় বার-বেঞ্চ এবং প্রশাসনের মধ্যে দ্বন্দ্ব পরিহারের আহবান জানিয়েছেন প্রধান বিচারপতি এসকে সিনহা। তিনি বলেছেন, বিচারকদের ট্রেড ইউনিয়নের মতো আচরন করলে চলবে না। চট্টগ্রাম আদালত ভবনে ভাংচুরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে প্রধান বিচারপতি নিম্ম আদালতে শৃংখলা ফিরে আনতে আইনজীবি ও বিচারকদের কার্যকর ভুমিকা রাখারও আহবান জানান। ২১ কোটি টাকা ব্যায় নব নির্মিত চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের এই ভবনটি উদ্বোধন করা হয় বৃহস্পতিবার সন্ধ্যায়। অনুষ্ঠানে যোগ দেন আইনমন্ত্রী, প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের রেজিষ্টারসহ আইন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। জেলা ও দায়রা জজ হেলাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে যোগ দেন চট্টগ্রামের বিভিন্ন আদালতে কর্মরত বিচারকসহ জেলা আইনজীবি সমিতির সদস্যরা। অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান বিচারপতি চট্টগ্রামে আদালত ভবনে ভাংচুরের ঘটনায় ক্ষোভ প্রকাশ বলেন, বিচারক নয়, আইনজীবি হিসাবে নিজের পরিচয় দিতে গর্ব বোধ করতাম। আইনের শাসন প্রতিষ্ঠায় বার-বেঞ্চ এবং প্রশাসনের দ্বন্ধ পরিহার করার আহবান জানান প্রধান বিচারপতি। বিচারকদের ট্রেড ইউনিয়নের মতো আচরন না করে বিচারক হিসাবে আচরন করার আহবান জানিয়ে প্রধান বিচারপতি নিম্ম আদালতে শৃংখলা ফিরে আনতে আইনজীবি এবং বিচারকদের কার্যকর ভুমিকা রাখার আহবান জানান। অনুষ্ঠানে যোগ দিয়ে আইনমন্ত্রী দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে  ধরেন। এর আগে প্রধান বিচারপতি নবনির্মিত চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত ভবনের ফলক উন্মোচন করেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি