বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৬ খসড়া আইনের বিশেষ বিধান বাতিলের দাবি
প্রকাশিত : ১৭:৪৪, ২৮ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৭:৪৪, ২৮ জানুয়ারি ২০১৭
বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৬ খসড়া আইনের বিশেষ বিধান বাতিলের দাবি জানিয়েছে নারীমুক্তি কেন্দ্র।
দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে নারীমুক্তি চট্টগ্রাম জেলা আয়োজিত মতবিনিময় সভায় এ দাবি জানানো হয়। এই আইন দেশের সংবিধানের মৌলিক অধিকারের পরিপন্থী দাবি করে তারা বলেন, এই আইনের মাধ্যমে কার্যত শিশু বিবাহকে বৈধতা দেয়া হয়েছে। এসময় সংগঠনের সভাপতি আসমা আক্তার, লেখিকা ফেরদৌস আরা আলীম, মুক্তিযুদ্ধ গবেষক ডা. মাহফুজুর রহমান, শিশুরোগ বিশেষজ্ঞ ডা. সুশান্ত বড়–য়া, নারী নেত্রী রেখা চৌধুরী উপস্থিত ছিলেন।
আরও পড়ুন