বাড়তে শুরু করেছে চট্টগ্রাম থেকে জনশক্তি রফতানী
প্রকাশিত : ০৯:২৬, ১৯ জানুয়ারি ২০১৭ | আপডেট: ০৯:২৬, ১৯ জানুয়ারি ২০১৭
বাড়তে শুরু করেছে চট্টগ্রাম থেকে জনশক্তি রফতানী। সৌদি আরব, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে এক বছরের ব্যবধানে এইখাতে রফতানি বেড়েছে প্রায় ১৩ হাজার। তবে এখনো কমেনি হয়রনি। জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসে গিয়ে হয়রানি আর ভোগান্তির স্বীকার হতে হচ্ছে বিদেশগামীদের।
চট্টগ্রামের জনশক্তি ও কর্মসংস্থান ব্যুরোর কার্যালয়। বিদেশগামীদের নিবন্ধন, অঙ্গুলের ছাপ গ্রহণ, ছাড়পত্র প্রদানসহ বিশেষগামীদের সহায়তা দেয়ার কথা এই প্রতিষ্ঠান থেকে। এ জন্যে রয়েছে আলাদা আলাদা কক্ষও। কিন্তু এই দৃশ্যই বলে দিচ্ছে সেবার নমুনা।
ভোগান্তিতে পড়তে হচ্ছে নাম নিবন্ধন কিংবা আঙ্গুলের ছাপ দিতে এসেও।
অভিযোগ করে প্রতিকার নয়, মেলে দুর্ব্যবহার। এমন আচনের দৃশ্য ধরা পড়ে একুশে টেলিভিশনের ক্যামেরায়। পরে দুব্যবহারের কথা স্বীকারও করেন ওই কর্মকর্তা।
তবে, কেন এই হয়রানী- এর নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।
পরিসংখ্যান বলছে, ২০১৬ সালে জনশক্তি রফতানী হয়েছে ৭লাখ ৫৭ হাজার। এর মধ্যে চট্টগ্রাম থেকে বিদেশে গেছেন গেছেন ৪৫ হাজার ৮০০ জন। ২০১৫ সালে এই সংখ্যা ছিল সাড়ে ৩২ হাজার।
জনশক্তি রফতানীর এই ধারাবাহিকতা বজায় রাখতে হয়রনি বন্ধের দাবি জানিয়েছেন বিদেশগামীরা।
আরও পড়ুন