ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

বাড়ি কিনলে নারী ফ্রি!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪০, ২৮ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

বিভিন্ন হাউজিং প্রকল্পের মালিকেরা নির্মিত ফ্ল্যাট বিক্রিতে অভিনব অফার নিয়ে হাজির হন নানান সময়ে। তাই বলে বাড়ি কিনলে, নারী ফ্রি টাইপের বিজ্ঞাপন। হ্যা, এমনটা ঘটেছে ইন্দোনেশিয়ায়।

অদ্ভুত ভাবে এক নারী নিজেই এই বিজ্ঞাপন দিয়েছেন। ইন্দোনেশিয়ার ওই নারী নিজের বাড়ি বিক্রির জন্য এই বিজ্ঞাপন দিয়েছিলেন ৷ চল্লিশ বছর বয়সের ওই নারী নিজের বাড়ি বিক্রি করতে নিজেকেই অফার (ছাড়) হিসেবে উপস্থাপন করেছেন।

জানা গেছে, জাভা দ্বীপে ৭৬ হাজার ৫০০ ডলারের বিনিময়ে বাড়িটি বিক্রির কথা জানিয়েছেন বাড়ির মালিক ৪০ বছরের বিধবা উইনা লিয়া। তার এ অভিনব বিজ্ঞাপন সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়।

এদিকে বাড়ি বিক্রির সঙ্গে সঙ্গে নিজেও ওই বাড়ির মালিককে বিয়ে করবেন বলে জানিয়েছেন তিনি। তিনি জানান, কেউ আমার বাড়ি ক্রয় করলে, আমি তাকে স্বামী হিসেবে গ্রহণ করবো। তার এই অভিনব বিজ্ঞাপন সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল সমালোচনার জন্ম দেয়।

সূত্র: টাইম
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি