ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

বায়ুদূষণে বাড়ছে বন্ধ্যাত্ব : গবেষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৯, ২৮ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

পরিবেশ দূষণের কারণে বাড়ছে নানা স্বাস্থ্য সমস্যা। এগুলোর কারণে ভূগতে হচ্ছে মানুষকে। সম্প্রতি হিউম্যান রিপ্রোডাকশন জার্নালে প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে, বায়ুদূষণের কারণে বাড়ছে বন্ধ্যাত্ব, পলসিস্টিক ওভারি সিন্ড্রোম। শুধু তাই নয়, বয়ঃসন্ধিতে ডেকে আনছে অনিয়মিত ঋতুচক্রের সমস্যাও।
গবেষকরা বলছেন, প্রতিদিন প্রশ্বাসের সঙ্গে দূষিত বাতাস শরীরে প্রবেশ করার ফলে অনিয়মিত ঋতুচক্রের সমস্যায় ভুগছে ১৪-১৮ বছর বয়সী কিশোরীরা।
মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটি স্কুলের শ্রুতি মহালিঙ্গাইয়া জানান, এতদিন পর্যন্ত শ্বাসতন্ত্রের ওপর বায়ুদূষণের প্রভাব নিয়েই চিন্তিত ছিলেন গবেষকরা। কিন্তু বায়ুদূষণ আমাদের জননতন্ত্রের ওপরও অত্যন্ত খারাপ প্রভাব ফেলতে পারে।
চিকিৎসকরা বলছেন, দূষিত পদার্থ শরীরে যাওয়ার ফলে হরমোনের ভারসাম্য নষ্ট হয়। ফলে অনিয়মিত পিরিয়ডের সমস্যা দেখা দেয়। এ ছাড়া অতিরিক্ত ওজন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, অনিয়মিত লাইফস্টাইল ও শরীরচর্চার অভাবও বয়ঃসন্ধিতে পিরিয়ডের সমস্যার অন্যতম বড় কারণ।
সূত্র : ডেইলি মেইল
/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি