ঢাকা, শনিবার   ০৩ মে ২০২৫

বি চৌধুরী দলের নেতাদের নিয়ে বৈঠকে বসেছেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০২, ১৩ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

দলের নেতাদের নিয়ে বৈঠকে বসেছেন বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও যুক্তফ্রন্ট চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী (বি চৌধুরী)। আজ শনিবার বিকালে বারিধারায় বি চৌধুরীর অনুষ্ঠিত এ বৈঠকে দলের মহাসচিব মেজর (অব) মান্নান, মাহী বি চৌধুরীসহ কয়েকজন নেতা রয়েছেন বলে জানা গেছে।

জানা গেছে, এর আগে বিকেলে ড. কামাল হোসেনের বাসায় গিয়েও তার সাক্ষাৎ না পাওয়ায় ফিরে এসে বৈঠকে বসেন তারা।
উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে আজ শনিবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় বারিধারায় বি চৌধুরীর বাসভবনে বিকল্পধারার পক্ষে এক সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে বলে জানান মাহী বি চৌধুরী। ঐক্য জোট নিয়ে বিকল্পধারা সভাপতি ও যুক্তফ্রন্ট চেয়ারম্যান বদরুদ্দোজা চৌধুরী কথা বললেন বলে জানা গেছে।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি