ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪

বিএনপি’ চেয়ারপার্সনের বিদেশে চিকিৎসা নেবার সুযোগ নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৫, ১ অক্টোবর ২০২৩

বর্তমানের নির্বাহী আদেশে বিএনপি’ চেয়ারপার্সনের বিদেশে চিকিৎসা নেবার সুযোগ নেই। সেটা করতে হলে, আদেশ বাতিল করে, আবারও আদেশ জারি করতে হবে। এমন আইনগত মতামত দিয়েছে, আইন মন্ত্রণালয়। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সেক্ষেত্রে খালেদা জিয়াকে আবারও জেলে ফিরে যেতে হবে। 

আদালতে দন্ডিত আসামী-খালেদা জিয়া। বয়স ও অসুস্থতা’য় মানবিক দিক বিবেচনায়, প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে বাইরে থেকে চিকিৎসা নিচ্ছেন। 

মাত্র ছয় মাসের মেয়াদ হলেও, এরিমধ্যে ৮ বার সময় বাড়ানো হয়েছে। চিকিৎসা দেশে সম্ভব নয়, আবেদনের প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে করা আবেদনের আইনগত মতামত দিয়েছে, আইন মন্ত্রণালয়। 

৪০১ ধারার উপধারায়, দেশে চিকিৎসার কথা বলা হয়েছে, বিধায় এর বাইরে যাবার কোন সুযোগ নেই। অমানবিক হবে বিধায়, এই আদেশটি বাতিল হবে না এমন নিশ্চয়তা দিয়েছেন, আইনমন্ত্রী।

এতে, বিধান থাকা স্বত্ত্বেও আইনের বরখেলাপ হয়েছে বলে দাবি করেছেন, খালেদা জিয়ার আইনজীবী। 

আইনমন্ত্রণালয় মতামত দিয়েছে, এখন বাদবাকি সিদ্ধান্ত নেবার দ্বায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বলেও জানান, আইন মন্ত্রী। 
 

এসবি/ 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি