বিএনপিকে নিয়ে বিরূপ মন্তব্য, হাসনাতকে কুমিল্লায় অবাঞ্ছিত ঘোষণার হুঁশিয়ারি
প্রকাশিত : ২০:১৮, ১৯ মে ২০২৫ | আপডেট: ২০:২৪, ১৯ মে ২০২৫

‘বিএনপির রাজনীতি আওয়ামী লীগের টাকায় চলে’—জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর এ ধরনের মন্তব্যে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুমিল্লা জেলা বিএনপি। সোমবার (১৯ মে) বিকেলে কুমিল্লা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জেলা বিএনপি নেতারা বিএনপি নেতারা বলেন, “হাসনাত আব্দুল্লাহকে এক সপ্তাহের মধ্যে এই মন্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। অন্যথায় তাকে কুমিল্লায় অবাঞ্ছিত ঘোষণা করা হবে।”
লিখিত বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেন, “গত ১৬ মে কুমিল্লার একটি অনুষ্ঠানে এনসিপির এই নেতা বলেন—‘কুমিল্লায় বিএনপির রাজনীতিবিদরা আওয়ামী লীগের টাকায় রাজনীতি করেন। এই বক্তব্য হাস্যকর ও শিশুসুলভ। রাজনৈতিক পরিপক্কতার অভাবে এমন মন্তব্য করেছেন তিনি। তার মানসিক সুস্থতা নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ রয়েছে। তার চিকিৎসার প্রয়োজন।
তিনি আরও বলেন, একটি প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের বিরুদ্ধে এমন বালখিল্য বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রাজনীতিতে ভিন্নমত থাকবে, কিন্তু রাজনৈতিক শালীনতা ও সৌজন্য বজায় রাখা আবশ্যক। অথচ হাসনাত আব্দুল্লাহ এমন বক্তব্য দিয়ে নিজ দলকেই প্রশ্নবিদ্ধ করেছেন।
সেলিম ভূঁইয়া স্পষ্টভাবে বলেন, আমরা এখনো তাকে অবাঞ্ছিত ঘোষণা করিনি। তাকে সময় দিচ্ছি ক্ষমা চাওয়ার জন্য। কিন্তু যদি তিনি দুঃখ প্রকাশ না করেন, তাহলে কুমিল্লায় তাকে কোনো অনুষ্ঠানে প্রবেশ করতে দেওয়া হবে না।
লিখিত বক্তব্যে অধ্যক্ষ সেলিম ভূঁইয়া আরও বলেন, সরকার অন্তর্বর্তীকালীন সরকারের নামে এমন ‘ছেলেমানুষি’ নেতাদের মাঠে নামিয়ে দেশের রাজনীতিকে প্রহসনে পরিণত করছে। সরকারের উচিত এসব তল্পিবাহক রাজনীতিকদের মাঠ থেকে সরিয়ে একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা। যত বেশি সময় লাগবে, জনগণের আস্থা তত দ্রুত হারাবে সরকার।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, বিএনপির কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও দক্ষিণ জেলা আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন, চেয়ারপারসনের উপদেষ্টা আমিন-উর-রশিদ ইয়াছিন, সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, এবং জেলা ও মহানগরের নেতাকর্মীরা।
উল্লেখ্য, এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর বিতর্কিত বক্তব্যকে ঘিরে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। নেতারা মনে করছেন, এ ধরনের উসকানিমূলক বক্তব্য রাজনৈতিক স্থিতিশীলতা ব্যাহত করতে পারে।
এসএস//
আরও পড়ুন