ঢাকা, মঙ্গলবার   ২০ মে ২০২৫

`স্বপ্নের সারথি` প্রকল্পের সভা

উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সরকারি-বেসরকারি সমন্বয় দরকার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৩, ১৯ মে ২০২৫

Ekushey Television Ltd.

পিছিয়ে পড়া প্রান্তিক কিশোরী ও নারীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ে জাগো ফাউন্ডেশন ট্রাস্টের 'স্বপ্নের সারথি' প্রকল্পের এক বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। 

এসময় উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নের জন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহের মধ্যে আরও বেশি সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেন বান্দরবান জেলার জেলা প্রশাসক ও  জেলা ম্যাজিস্ট্রেট শামীম আরা রিনি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ‘বান্দরবানের রুমা, থানচি, রোয়াংছড়ি উপজেলার মতো প্রত্যন্ত অঞ্চলে আরও কাজ করার জন্য আমি জাগো ফাউন্ডেশন ট্রাস্টকে আহ্বান জানাচ্ছি। দেশের প্রতিষ্ঠান হিসেবে আন্তরিকতার সাথে কাজগুলো করতে হবে।’

জাগো ফাউন্ডেশন ট্রাস্টের 'স্বপ্নের সারথি' প্রকল্পের এই সভার প্রধান উদ্দেশ্য ছিল প্রকল্পের চলমান অগ্রগতি, ভবিষ্যৎ কার্যক্রমসহ প্রকল্পের সার্বিক বিষয়াদি সম্পর্কে বান্দরবান জেলার সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে অবহিত করা এবং প্রান্তিক ও পিছিয়ে পড়া কিশোরী ও নারীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে সহযোগিতার আহ্বান জানানো।

বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক নু ক্রাচিং মার্মা বলেন, বান্দরবানের নারীরা সাধারণত পুরুষ অপেক্ষা অধিক পরিশ্রমী হয়ে থাকে তবুও কর্মক্ষেত্রে তারা পিছিয়ে আছে। তাদেরকে উপযুক্ত দক্ষতামূলক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন সাধন করা যেতে পারে।

স্বপ্নের সারথি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক শোয়ে ওয়াই চিং বলেন, কারিগরি দক্ষতা প্রদানের ক্ষেত্রে সরকারি ও বেসরকারি সীমাবদ্ধতা ও প্রতিকূলতা উপেক্ষা করে, স্বপ্নের সারথি প্রকল্প যে ১৩-২৪ বছর বয়সী 'নট ইন এডুকেশন, এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং' (NEET) জনগোষ্ঠীকে লক্ষ্য করে দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে। আমরা সকল অংশীদারদের থেকে সার্বিক সহযোগিতা কামনা করছি।

সভায় আরও উপস্থিত ছিলেন বান্দরবান জেলার অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) মো.আবু তালেব, বান্দরবান যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. এনায়েত করিম এবং অন্যান্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি