‘আমরা প্রজাতন্ত্রের এমন চাকর যে; মালিককে জেলে ভরে দিতে পারি’
প্রকাশিত : ২২:২১, ১৯ মে ২০২৫ | আপডেট: ২২:২৬, ১৯ মে ২০২৫

দুর্নীতি প্রতিরোধ কমিটি বাউফল উপজেলার সভাপতি ও দৈনিক কালের কণ্ঠ’র জেলা প্রতিনিধির বিরুদ্ধে মামলা চালানোর হুমকি দিয়েছেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম। সোমবার (৯ মে) বাউফল গার্লস স্কুলের প্রধান শিক্ষকের কক্ষে উদযাপিত স্কুল বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠানে এ অভিযোগ ওঠেছে।
ইউএনও হুমকি উচ্চারণকালে বলেন, ‘আমি কারও ফোন ধরতে বাধ্য না। আমাকে চিঠি দিতে হবে। আমরা প্রজাতন্ত্রেরএমন চাকর; মালিককে জেলে ভরে দিতে পারি।’
দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাংবাদিক এ এইচ এম শহীদুল হক (এমরান হাসান সোহেল) জানান, গত বৃহস্পতিবার, শনিবার ও রোববার তিনি অফিসে না পেয়ে ইউএনওকে ফোন করেছিলেন, কিন্তু ফোন রিসিভ করেননি। সোমবার সন্ধ্যায় পুনরায় কল করলে তিনি ফোন কেটে দেন। এরপর স্কুলে প্রধান শিক্ষকের মাধ্যমে আমন্ত্রণ পেয়ে ইউএনও অনুষ্ঠানস্থলে উপস্থিত হন।
প্রতিরোধ কমিটির সভাপতির তলবের জবাবে ইউএনও উত্তেজিত হয়ে ওঠেন, যার ফলে কর্মকর্তার বিরুদ্ধে “জেলে ভরার” হুমকি প্রতিলিপি হয় বলে তিনি দাবি করেন।
পটুয়াখালি জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন বিষয়টি নিয়ে বলেন, শিক্ষার্থীরা এখনো বলছে, স্কুলে আয়োজন করা উচিত ছিল,উপজেলা পরিষদে নয়। এসব কমিটি মূলত আওয়ামী লীগের আমলে গঠিত; এর বৈধতা নিয়ে প্রশ্ন রয়েছে।ৎ
এ ব্যাপারে ইউএনও আমিনুল ইসলামকে একাধিকবার ফোন করে প্রতিক্রিয়া চাইলেও তিনি ফোন রিসিভ করেননি।
এসএস//
আরও পড়ুন